বিজয় মেলায়  মুক্তিযু‌দ্ধের স্মৃ‌তিচারন 

নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধের বিজয় মেলার ১৪ তম দিবসে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। গতকাল ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় স্মৃতিচারণ পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠিত হয়।
চাঁদপুর  জেলা মু‌ক্তিযোদ্ধা সংস‌দের  সহকা‌রি কমান্ডার ও মু‌ক্তিযু‌দ্ধের বিজয় মেলা উদযাপন প‌রিষ‌দের সাবেক চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা মহ‌সিন পাঠানের সভাপ‌তি‌ত্বে প্রধান আলোচন হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন  চাঁদপুর  জেলা মু‌ক্তিযোদ্ধা সংস‌দের সা‌বেক কমান্ডার বীর মু‌ক্তি‌যোদ্ধা শাহাদাত হো‌সেন সাবু পাটওয়ারী।
চাঁদপুর  জেলা মু‌ক্তিযোদ্ধা সংস‌দের  সা‌বেক ডেপু‌টি কমান্ডার বীর মু‌ক্তি‌যোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্মৃতিচারন অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মৃতি সংরক্ষণ  ৭১ এর সদস্য সচিব সাংবাদিক অভিজিৎ রায়।

Loading

শেয়ার করুন: