মতলব উত্তর থানার পুলিশের বিশেষ অভিযানে আটক ৮

মনিরা আক্তার মনি:

মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করতঃ ১ কেজি গাঁজাসহ ২ জন আসামী গ্রেফতার, সিআর পরোয়ানা মূলে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী ১ জন এবং সিআর পরোয়ানা মূলে আরো ৪ জন আসামীসহ নিয়মিত মামলায় ১ জন সর্বমোট ৮(আট) জন আসামী গ্রেফতার।

ওসি মুহাম্মদ শাহজাহান কামাল এর নেতৃত্বে এবং সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ এর তদারকীতে এসআই মোহাম্মদ লোকমান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এক কেজি গাঁজাসহ ২ জন এবং সিআর পরোয়ানা মূলে ২জন মোট ৪ জন আসামী গ্রেফতার করেন।

এসআই আবদুল মোমিন সিআর পরোয়ানা মূলে ২ বছরের সাজাপ্রাপ্ত ১ জন আসামী গ্রেপতার করেন। এসআই মোঃ ইব্রাহীম সিআর পরোয়ানা মূলে ০১জন আসামী গ্রেফতার করেন।এএসআই মোঃ মোসলেম উদ্দিন সিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী গ্রেফতার করেন।

উক্ত বিষয়ে ১টি মাদক মামলা রুজু করে সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Loading

শেয়ার করুন: