মেঘনায় মা ইলিশ সংরক্ষণে নৌ র‌্যালি

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ সংরক্ষণ সংক্রান্ত সংক্ষিপ্ত পথসভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে মা ইলিশ সংরক্ষণ অভিযানের উদ্বোধন করেন, জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমরা কাউকে চিনতে চাই না। নিষেধাজ্ঞার সময়ে যারা নদীতে মাছ শিকার করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। গত বছর ২০ কেজি করে কার্ডধারীদের চাল দেওয়া হয়েছিল। এ বছর ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

তিনি বলেন, নদীতে কোনো জেলেকে মাছ শিকার করা অবস্থায় পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই না কোনো জেলে পরিবার ক্ষতিগ্রস্ত হোক।

হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস।

সংক্ষিপ্ত পথসভা শেষে মা ইলিশ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন টাস্কফোর্স কমিটির সদস্যরা। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে মেঘনা মোহনায় নৌ র‌্যালি বের হয়।

Loading

শেয়ার করুন: