লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার ॥

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৯ শে মে ) বিকেলে সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: মহসিনুল হক।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ ) মোঃ সাকিব হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক ( জেলা জজ ) জান্নাতুল ফেরদাউস চৌধুরী, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অ্যাপস ) পলাশ কান্তি নাথ, বেসরকারী কারা পরিদর্শক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি. এম মোস্তফা কামাল, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জিপি অ্যাডঃ আঃ রহমান, জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভুষন মজুমদার প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( ২ ) শাহেদুল করিম, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এ.জেড.এ, রফিকুল হাসান রিপন সহ বিচার বিভাগের বিচারক, জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীগন।

 

Loading

শেয়ার করুন: