শেখ হাসিনা মানুষ হত্যার নেশায় মেতে উঠেছিল : মুফতি সৈয়দ ফয়জুল করীম

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার আয়োজনে চরমোনাইর নমুনায় শুরু হয়েছে ৩দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। শুক্রবার (৮ নভেম্বর) শহরের পুরান বাজার স্টার আলকায়েদ জুটমিলস্ সংলগ্ন বালুমাঠে উদ্বোধনী বয়ান পেশ ও জুমআর নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

উদ্বোধনী বয়ান ও জুমআর নামাজের জামায়াতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করে। ৮ নভেম্বর শুরু হওয়া এই মাহফিল চলবে আগামী রোববার (১০ নভেম্বর) পর্যন্ত।

প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, শেখ হাসিনা যেন ফেরাউনের মত শাসন কায়েম করার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আজীবন ক্ষমতায় টিকে থাকবে। তাই সে মানুষ হয়েও মানুষ হত্যার নেশায় মেতে উঠেছিল। কিন্তু তিনি ভাবতেও পারেননি আমার আল্লাহ চাইলে যে কোন সময় যে কাউকে উপরে উঠাতে এবং নিচে নামাতে পারে। ‌

তিনি বলেন, ‌২৪ এর গণতঅুত্থান কোন রাজনৈতিক দলের একাক কৃতিত্ব নয়। এ অর্জন এসেছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে। তাই এ অর্জন ধরে রাখতে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যে যেই ক্ষমতা পাকনা কেন, নিজেকে সেবক মনে করতে হবে। কোন অবস্থাতেই অহংকার আনা যাবে না। ‌ মানুষের ভেতর যখন অহংকার বাসা বাঁধে তখন সে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে।

৩ দিনব্যাপী এ মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় শতাধিক দেশবরেণ্য ওলামা মাশায়েখ উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন মাহফিলের বিষয়ে বলেন, মাহফিলে আগত মুসল্লীদের বয়ান শোনার সুবিধার্থে মাঠে বিশাল প্যান্ডেল তৈরী ও নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বৃহৎ পরিসরে অযু-গোসল ও খাওয়ার জন্য বিশুদ্ধ পানির পাম্প বসানো হয়েছে। ব্যাপক জনসমাগমের কথা বিবেচনায় পর্যাপ্ত অজুখানা, টয়লেট ও বাথরুম নির্মান করা হয়েছে। প্রতিদিন প্রায় একশ সেচ্ছাসেবক আগত মুসল্লীদের সেবায় নিয়োজিত থাকবেন ।

Loading

শেয়ার করুন: