কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ॥

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনাকে ‘বিএনপির সাজানো’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাঞ্ছারামপুরের ঘটনা বিএনপির সাজানো, বানানো, বাস্তবে সত্য নয়।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সেতুমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভাড়া করে লোক এনে সমাবেশ করছে। তাদের সিলেটের সমাবেশের সাথে ঢাকার উত্তরার আমাদের সমাবেশ মিলিয়ে দেখুন, বাকিটা নির্বাচনে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো নেতা না থাকলে এ দেশে উন্নয়ন হয় না, এটা আজ প্রমাণিত সত্য। আগামী নির্বাচনে জনগণ শেখ হাসিনা সরকারকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কুমিল্লা এরিয়া কমান্ডার ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান, চাঁদপুর -২ (মতলব উত্তর -দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল , সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান, রাজি মোহাম্মদ ফখরুল, নাসিমুল আলম নজরুল, ডা. প্রাণ গোপাল দত্ত, নিজাম উদ্দিন হাজারী, এইচএম ইব্রাহিম, আঞ্জুম সুলতানা, এ্যারোমা দত্ত, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি, ফরিদা আলম সাকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস , সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির প্রমুখ।

Loading

শেয়ার করুন: