খেলাধুলা করলে যুবসমাজ অপরাধমূলক কাজে আসক্ত হবে না:জেলা প্রশাসক

নিজস্ব প্রিতিবেদক:

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, মোবাইল, মাদক, কিশোরগ্যাং থেকে দূরে সরাতে যুবসমাজকে খেলাধুলার মধ্যে রাখতে হবে। অভিভাবকরাও তাদের সন্তানদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবেন। তাহলে আপনার সন্তান মোবাইলসহ অন্যান্য অপরাধমূলক কাজে আসক্ত হবে না।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩ দিনব্যাপী ৫০তম শীতকালীন দলীয় খেলা ও ক্রীড়া (অ্যাথলেটিকস) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গিয়াসউদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসিফ মহিউদ্দিন।

বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Loading

শেয়ার করুন: