চাঁদপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

জেলা তথ্য অফিস চাঁদপুরের আয়োজনে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রমশক্তিশালীকরণ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে করোনা ভাইরাসের দ্বিতীয় দাফ মোকাবেলায় স্বাস্থ্যবিধি পালনের লক্ষ্যে নো-মাস্ক ,নো-এনট্রি এবং নো- মাস্ক, নো -সার্ভিস এর মাধ্যমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে সরকার ২০২১ সালের মধ্যে দেশের সকল নাগরিককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন । ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ১০টি সহায়ক ভূমিকা রাখবে ।

তিনি সামাজিক নিরাপত্তা বৈষ্ঠনী নিয়ে বিশদ আলোচনা করেন।মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের জন্য সকলের মধ্যে দেশ প্রেম থাকতে হবে ।

চাঁদপুর তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সামসুজ্জামান, ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটোয়ারী,সচিব মো:সুলতান মাহমুদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের সদস্য ,স্থানীয় মহিলারা।

Loading

শেয়ার করুন: