চাঁদপুরে দুই মাদক ব্যসায়ীর দন্ড

আনোয়ারুল হক:

চাঁদপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মঞ্জুল মোর্সেদ দুই মাদক ব্যসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারা ও অর্থ দন্ড দিয়েছেন ।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়ায়, ৫আগষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মঞ্জুল মোর্সেদ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নের্তৃত্বে চাঁদপুর সদর উজেলার পশ্চিম বিষ্ণুদী ও তরপুরচন্ডি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইব্রাহিম মাঝির ছেলে মো. মোবারক মাঝি(২৪)কে ১ পিস ও হাবিবুর রহমান মজুমদারের ছেলে কাউচার হোসেন মজুমদার(২৮)কে ২ ইয়াবা এবং মাদক সেবনের উপকরনসহ তাদেরকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল ।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুল মোর্সেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বলেন, মাদক হল সব অপরাধের মা। মাদক যেখানে আছে সেখানে অবৈধ অস্ত্র, চোরাচালান, নারী পাচার, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ ঘটবে। তাই মাদক চাঁদপুর থেকে নির্মূল করা একার পক্ষে কখনোই সম্ভব নাহ। এক্ষেত্রে যদি চাঁদপুরবাসী আমাকে সর্বাত্মক সহযোগীতা করে,আশা করি মাদক নির্মূল করতে সফলতার ছোঁয়া পাবো।

Loading

শেয়ার করুন: