চাঁদপুরে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে সমন্বয় সভা

মাসুদ রানা:

চাঁদপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষ্যে সমন্বয় সভা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃনুরুল দেওয়ান নাজিম বলেন, হালনাগাদ একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করি, যারা ভোটার হওয়ার যোগ্য তাদেরকেই ভোটার তালিকায় নাম উঠাবেন, আরেকটা বিষয় যাদের ১৮ বছর হয় নাই তাদেরও তথ্য দিতে হবে আমি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। আবেগ প্রবণের বসবর্তি হইয়া প্রত্যায়ন পত্র দিবেন না।

সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জামশেদুল ইসলাম শিকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ রশিদ, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, রফিকুল্ল্যা পাটওয়ারী, আব্দুল্লাহ আল মামুন পাটওয়ারী, হযরত আলী বেপারী, আবুল কাশেম খান, মাসুদুর রহমান নান্টু, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, হাবিব দর্জি, মুহাম্মদ সোহেল রানা, ইউনুস সোয়েব, চাঁন মিয়া মাঝি, আঃ মালেক শেখ, আয়েশা রহমান, খালেদা খানম, ফেরদৌসী বেগম, ইউ পি সচিব রোকনুজ্জামান রোকন প্রমুখ

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,চাঁদপুর সদর উপজেলায় মোট ভোটার ৩,৯৪,৭৩২ জন,সম্ভাব্য নতুন ভোটার সংখ্যা ২৯,৬০৫ জন হতে পারে। এর মধ্যে ১৪ টি ইউনিয়নে মোট ভোটার ১,৪৬,৭৯৭ জন, সম্ভাব্য নতুন ভোটার ২০,৭৩৫ জন।

৭ সেপ্টেম্বর দিনব্যাপী প্রশিক্ষণ নিয়ে ২০৩ জন তথ্যসংগ্রহকারী ও ৪৪ জন সুপারভাইজারের সমন্বয়ে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করে, ৭ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট রেজিষ্ট্রেশন সেন্টারে ছবি তোলার কার্যক্রম চলবে।

Loading

শেয়ার করুন: