চাঁদপুর-ত্রিপুরার লেখক-সাংবাদিক ও শিল্পীদের মতবিনিময় সভা ও গুণিজন সম্মাননা আজ

স্টাফ রিপোর্টার ॥

শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ এবং দৈনিক আদি বাংলা পত্রিকার যৌথ আয়োজনে চাঁদপুর-ত্রিপুরার লেখক-সাংবাদিক ও শিল্পীদের মতবিনিময় সভা ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দুই বাংলার লেখক-সাংবাদিক ও শিল্পীদের এ মিলনমেলা অনুষ্ঠিত হবে। আয়োজনে বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি সাংবাদিক, চাঁদপুরের কৃতি সন্তান নাজিমউদ্দীন মোস্তানকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে। একই সাথে সম্মাননা প্রদান করা হবে ভারতের ত্রিপুরা রাজ্যের স্যনন্দ পত্রিকা ও স্যনন্দ টিভির ডিরেক্টর অরিন্দম দে, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, বরেণ আবৃত্তি শিল্পী শাওলী রায়কে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং চাঁদপুর ও ত্রিপুরার বরেণ্য লেখক-সাংবাদিক ও শিল্পীগণ উপস্থিত থাকবেন।

বাংলার লেখক-সাংবাদিক ও শিল্পীদের এ মিলনমেলার চাঁদপুরের শিল্প-সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতি কামনা করেছেন, দৈনিক আদি বাংলা পত্রিকার প্রকাশক আরিফ রাসেল, সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক আশিক বিন রহিম ও সাংগঠনিক সম্পাদক নিঝুম খান।

Loading

শেয়ার করুন: