চাঁদপুর রেড ক্রিসেন্টের দু’দিনব্যাপী মশক নিধন অভিযান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের দু’দিনব্যাপী মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ১ আগস্ট বৃহস্পতিবার শেষ হয়েছে। এদিন চাঁদপুর সরকারি মূক ও বধির বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশক নিধনের কর্মসূচি পালিত হয়। এর আগে বুধবার সকালে চাঁদপুর সরকারি শিশু পরিবারে শুরু হয়। দু’দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর রেড ক্রিসন্ট ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।

সমাপনী দিনে চাঁদপুর রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার সৈয়দ আফ্রিদুল ইসলামের তত্ত্বাবধানে ও যুব রেড ক্রিসেন্টের ইউনিট প্রধান খায়রুল আলম জনির নেতৃত্বে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা মূক ও বধির বিধ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করেন। দীর্ঘ সময় তারা সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিলেন।

Loading

শেয়ার করুন: