চাঁদপুর সদরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি” শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সহযোগিতায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম নাজিম দেওয়ান ।

এ সময় তিনি বলেন, এডিস মশা তাড়াতে আমাদের আগে বেশি প্রয়োজন গণসচেতনতা। বাড়িঘর, অফিস আদালতের আঙ্গিনা, ব্যবসায়িক প্রতিষ্ঠান লঞ্চঘাট, রেল স্টেশন, বাসস্ট্যান্ড পরিচ্ছন্ন রাখতে হবে। যে যার দায়িত্ব থেকেই কাজগুলো করবেন। সাংবাদিক, জনপ্রতিনিধি,স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে একে অপরের সাহায্যে এগিয়ে আসতে হবে।চাঁদপুর সদর উপজেলার ইউনিয়নগুলোতে মশা নিধনের মেশিন দেয়া হবে।

সদর উপজেলা পরিষদের প্রাঙ্গনে গতাকাল ২৯ জুলাই সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার পরিচালনায় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজেদা পলিন, পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা:এমএ গফুর মিয়া, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী , মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার চৌধুরী আজহারুল ইসলাম, সমাজ সেবা অফিসার জামাল হোসেন,সমবায় অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা তথ্য সেবা কেন্দ্রের তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তার রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান মো:হযরত আলী বেপারী,কল্যানপুর ইউনিয়নের চেয়ারম্যান সাখওয়াত হোসেন পাটওয়ারী রনিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Loading

শেয়ার করুন: