চাঁদপুর সদরে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নে ঋণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদরে “উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন ” শীর্ষক প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা উপজেলা সমবায় অফিসের আয়োজনে রোববার ২৯ সেপ্টেম্বর চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,জেলা সমবায় কর্মকর্তা মমিন হোসেন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:সাজেদা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা দুলাল চন্দ্র দাস,এলএফএআই মিনহাজুল ইসলাম মুন্না, ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হযরত আলী বেপারী প্রমুখ।

অনুষ্ঠানে চাঁদপুর সদরের ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের নদী ভাঙ্গনের স্বীকারসহ অসহায় দরিদ্র ৫০ জন নারীর মাঝে ৬০ লক্ষ টাকা বিতরণ করেন অতিথিবৃন্দ।

Loading

শেয়ার করুন: