জনগণ ইভিএমের পক্ষে নেই : ইঞ্জিনিয়ার মমিনুল হক

হাজীগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজারগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্যের বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে রাজারগাঁও বাজার সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ইভিএম মানে আওয়ামী লীগ সরকার। কারণ, ইভিএম মানে দুইয়ে-দুইয়ে পাঁচ। অর্থ্যাৎ ভোট আওয়ামী লীগের, সরকার আওয়ামী লীগের। তাই, ইভিএমের পক্ষে জনগণ নেই, আমরাও নেই। সুতরাং ভোটের অধিকার নিশ্চিতকরণে আমাদের এই আন্দোলন। আমরা ইভিএম মেশিনের ব্যাটারি খোলা রেখেছি। এর মাধ্যমে ভোট হওয়ার সুযোগ নেই।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারন সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির ও শাহআলম খান, যুগ্ম সাধারন সাধারন আনিছুর রহমান কানু, সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, দাম্মাম বিএনপির সাধারন সম্পাদক রুবেল রানা তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মারুফ খাঁন রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার প্রমুখ। বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান নেছার, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের সহ-সভাপতি বাশার আহমেদ।

ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফজলুল করিমের উপস্থাপনায় স্থানীয় নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন, ইউনিয়ন সাবেক আহবায়ক সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর নয়ন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, বাংলাদেশ হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ইয়াকুব গাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হারেছ আহমেদ খাঁন, সহ-সভাপতি আব্দুল কাদের সরকার, ছাত্রনেতা মাহবুবুরর রহমান বাবু প্রমুখ।

এ সময় কাতার বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক খান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমানসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: