জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:

২৭তম জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে বুধবার সকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাসান।

জেলা মৎস্য কর্মকর্তা বক্তব্যে বলেন, চাঁদপুর জেলায় মোট ৫৭ হাজার ৩০৫জন নিবন্ধিত জেলে রয়েছে। ২০১৮-২০১৯ অর্থ বছরে নদ-নদী, পুকুর ও প্লাবন ভুমিতে জেলায় বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়েছে ৯৯ হাজার ৯৮৭ মে.টন। এর মধ্যে ইলিশ উৎপাদন হয়েছে ৩৬ হাজার ৭শ’ মেট্টিক টন।

বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. তৌসিব উদ্দিন। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত,গোলাম কিবরিয়া জীবন প্রমূখ।

সংবাদ সম্মেলনে জেলা মৎস্য বিভাগের মৎস্য সপ্তাহের কর্মসূূচি গনমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

Loading

শেয়ার করুন: