নিজেদের অর্থে সংগঠনটি ভালো কাজ করছে:রোমান

স্টাফ রিপোর্টার ॥

২০ এপ্রিল বৃহস্পতিবার চাঁদপুর যুব ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর সাহিত্য একাডেমীতে অসহায় ও দুঃস্থ দুই শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ রবিন পাটওয়ারী প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন, এই সংগঠনটি সবসময়ই তাদের নিজেদের অর্থে সমাজে অনেক ভালো কাজ করছে। সংগঠনের সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান একত্র করে আজকে আপনাদের হাতে তুলে দেয়া হচ্ছে। ইতিপূর্বে সংগঠনটি সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম করেছে। সংগঠনের সদস্যরা সবসময়ই এ রকম ভালো ভালো কর্মসূচি পালন করছে। আমি এই সংগঠনের সফলতা কামনা করছি।

সংগঠনের সভাপতি মামুন ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী সদস্য উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহাজালাল খান রাসেল।

উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহ আলম বকাউল, রানা সাহা, মুহাম্মদ বাদশা ভূঁইয়া, মোঃ আনিছুর রহমান চাইম, মোঃ রিপন ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায়, সাইফুল ইসলাম আকাশ, মোঃ ইমাম হোসেন, মোঃ মোবারক হোসেন বাবু, অর্থ সম্পাদক মোঃ ফারুক মোর্শেদ সুমন, সাংগঠনিক সম্পাদক রানা রায়, মোঃ নূরে আলম মিয়াজী, মোঃ আসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ হাসনাত, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার রুপা, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাকিব হাসান শ্রাবন, যুব ও ক্রীড়া সম্পাদক মাসরুর হাসান তামিম, কার্যকরী সদস্য : শেখ মোঃ হানিফ, মোঃ সুজন গাজী, মন্জুর হোসেন। এরপর সংগঠনের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়।

Loading

শেয়ার করুন: