নিষিদ্ধ নোট বই বিক্রি থেকে বিরত থাকতে হবে : জেলা প্রশাসক মাজেদুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার পুস্তক ব্যবসায়ীদের সাথে “নোট বই নিষিদ্ধকরণ আইন -১৯৮০ ” বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা ২৪ জুলাই বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান । এসময় তিনি বলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হলো বই । বইয়ের মাধ্যমে মানুষ তার জীবনকে সুন্দর করে গড়ে তুলে । নিষিদ্ধ নোট বই বিক্রয় করা যাবে না। নিষিদ্ধ নোট বইয়ের বিরুদ্ধে ভ্রাম্যামান আদালত পরিচালনা করা হবে । তাই সকলকে এই কাজ থেকে বিরত থাকতে হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জানানের পরিচালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান , জেলা পুস্তক সমিতির সভাপতি কামাল হোসেন সাধারণ সম্পাদক শরীফ আহমেদ খান, সাবেক সাধারন সম্পাদক মোরশেদ সেলিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা,উপজেলা, জেলা পুস্তক সমিতির নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন বিষয়ে বিদ্ধান্ত নেয়া হয়।

Loading

শেয়ার করুন: