পদবি পরিবর্তনের দাবিতে চাঁদপুরে তৃতীয় শ্রেণির কর্মচারীদের আবারও কর্মসূচি আজ শুরু

নিজস্ব প্রতিনিধি॥

বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে আবারো ব্যপক কর্মসূচি দিয়েছে কর্মচারীরা।

কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে চাঁদপুরে ২৮ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৫টায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি মো.নেছার আহম্মদ তপাদার জানান, প্রধানমন্ত্রী ২০১১ সালের ১৯ জুন পদবি পরিবর্তন সংক্রান্ত সার-সংক্ষেপ অনুমোদন দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন হোক। আজ ১ মার্চ হতে ৩, ৬, ৮ মার্চ হতে ১০ মার্চ, ১৩ মার্চ হতে ১৬ মার্চ, ২০ মার্চ হতে ২৮ মার্চ পর্যন্ত সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫.০০টা পর্যন্ত এবং ব্যানারসহ অফিস চত্বরে অবস্থা সাপ্তাহিক ও সরকারি টির দিন ব্যতীত) কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য : ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ২৫ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিকসের প্রতি গভীর শ্রদ্ধা রেখে উক্ত দিকসমূহে কর্মসূচি স্থগিত থাকার ঘোষণা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Loading

শেয়ার করুন: