প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগে কৃষকসহ সকল স্তরের মানুষ স্বস্তিতে আছে :  ড. সেলিম মাহমুদ 

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরের খরিপ-১ মৌসুমের কৃষি পুর্নবাসন ও কৃষি প্রাণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এসময় ৩ হাজার ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

এছাড়াও একইদিনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩০ পরিবারের মাঝে ৪৬ বান্ডিল ঢেউটিন ও ২ লাখ ৮হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি ড. সেলিম মাহমুদ এমপি বলেন, এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্যে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানকামী ও মানবিক উদ্যোগের কারনে কৃষকসহ সকল স্তরের মানুষ স্বস্তিতে আছে।

ইউএনও এহসান মুরাদের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কেএম মো. সোহেল রানার পরিচালনায়  উপস্থিত ছিলেন, এসিল্যান্ড বাপ্পী দত্ত রনি,উপজেলা কৃষি অফিসার মেজবাহ উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,মুক্তিযোদ্ধা জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার,ওসি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

Loading

শেয়ার করুন: