ফরিদগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:

৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হলেও এবার ঈদুল আজহার কারণে সরকার এ দিবসটি ২১ জুলাই পালনের সিদ্ধান্ত নেয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(২১ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিভাগের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। স্বাস্থ্য কমপ্লেক্সে’র আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তসলীম মিয়া’র সঞ্চালায় আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, ব্র্যাক এনজিওকর্মী বিলকিছ আক্তারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মকর্মচারী ও প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: