বিজয় মেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :

মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্হাপনায় ১৯ তম দিনে গতকাল ২৬ ডিসেম্বর সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে উদয়ন সংগীত বিদ্যালয় ও সারদাদেবী সংগীত একাডেমী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে।

সোমবার সন্ধ্যা ৬ টায় পুরানবাজার উদয়ন সংগীত বিদ্যালয়ের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮ টায় সারদাদেবী সংগীত একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উদয়ন সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাসের সার্বিক সহযোগিতায় অঞ্জনা সাহার সংগীত পরিচালনায় ও আভা রায় অপুর নৃত্য পরিচালনায় উদয়ন সংগীত বিদ্যালয়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

রাত ৮ টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্হাপনায় হাজীগঞ্জের সারদাদেবী সংগীত নিকেতনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। নিহারঞ্জন হালদারের সার্বিক সহযোগিতায় সারদাদেবী সংগীত নিকেতনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিরেন সাহার সংগীত পরিচালনায় সংগীত পরিবেশন করে বর্নিতা সাহা, স্বর্না রায়, আরাধ্যা দাস, প্রত্যাশা আশ্চার্য,আবির সাহা, অর্পা চক্রবর্তী, নিলিমা দেবনাথ, অর্পিতা বিশ্বাস, অহনা দে, অথৈ রায়, অরাধ্য বৈদ্য, অংকিতা দে, শ্রীকান্ত দেবনাথ, সুবর্না বিশ্বাস, মারজুফা রহমান, অনামিকা মজুমদার, সুচিত্রা দাস। ইভা রহমান ও আকলিমা আক্তার হ্যাপির নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করে টুপুর সাহা, মেঘলা সাহা, প্রান্তিকা বসু, সৃষ্টি দেবনাথ, প্রান্তি আইচ, অনুশ্রী আইচ পিউ, শ্যামা হালদার, চৈতি সাহা তুলি, আরিশা রহমান, আরাধ্য দাস, মনিশা বিশ্বাস হৃদ্বি সাহা, রিয়া সরকার ও তিথি দেবনাথ।

Loading

শেয়ার করুন: