ভোট দিতে পেরে প্রতিবন্ধী জাকির মহাখুশি

মতলব উত্তর প্রতিনিধি:

জাকির হোসেন (৫০)। শরীরিক প্রতিবন্ধী তিনি। দুই পা অচল তার। হাতের উপর ভর করে করেন চলাচল। কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, এমন উল্লাসে মেতেছিলেন কয়েকদিন থেকেই। অবশেষে ব্যাটারীচালিত অটো করে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে দিলেন ভোট। তাতে মহাখুশি তিনি।

রোববার (২৮ নভেম্বর) মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলাকালে ৯ নং ওয়ার্ডের পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন জাকির।

জানা যায়, ওই ইউনিয়নের পাঁচানী গ্রামের সিকদার বাড়ী তার। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী। তার দুটি পা অবশ। জন্ম থেকে প্রতিবন্ধী জীবনযাপন করতে হচ্ছে তাকে। সন্তানদের সাহায্যে এদিক-সেদিক চলাচল করতে হয়। এ নির্বাচনে ভোট প্রয়োগে অধির আগ্রহ জন্মে তারা। তাই ছেলের ভ্যানে চরে কেন্দ্রে গিয়ে দিলেন ভোট। সহজে ভোট দিতে পারায় আনন্দিত তিনি।

প্রতিবন্ধী জাকির হোসেন বলেন, হাত-পায়ের সমস্যার কারণে নিজে চলতে পারি না। অন্যের সাহায্যে চলাফেরা করতে হয়। তাই ভোট দিতে পারবো কিনা, তা নিয়ে চিন্তায় ছিলাম। অবশেষে অটো যোগে ভোট দিতে পেরে অনেকটাই ভালো লাগছে আমার।

উল্লেখ্য, তৃতীয় দফায় মতলব উত্তর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেন জানান, এ নির্বাচনে মোট ২লাখ ১২ হাজার ৬১৪জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল জানান, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও অন্যান্য টিমসহ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সবসময় ভ্রাম্যমাণ টিম টহল অব্যাহত রয়েছে।

Loading

শেয়ার করুন: