মতলবে ভ্রাম্যমান আদালতে ১৯ জনকে জরিমানা

আক্তার হোসেন:

করোনার দ্বিতীয় ধাপে মোকাবেলায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধানে জনগণকে সচেতনতার লক্ষ্যে মতলব পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

২২ নভেম্বর রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক মাস্ক পরিধান না করার অভিযোগে ১৯জনকে ৩ হাজার ১শ ৬০ টাকা জরিমানা করেন।

জানা যায়, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সামনে মতলব- বাবুরহাট প্রধান সড়কে মাস্ক পরিধান না করায় যাত্রী, চালক ও পথচারী সহ ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন।

এসময় স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, ইউএনও’র সিএ ছায়েদ উল্লাহসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, করোনা প্রতিরোধে মাস্ক পরিধান ও সরকারি সকল নির্দেশনা মেনে চলতে হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: