মতলব পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু

মতলব প্রতিনিধি: মতলব পৌরসভার অর্থায়নে ২ আগষ্ট শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম মাহবুবুর রহমান, মতলব পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবুল বাশার মিয়াজী পারভেজ, জেলা আ’লীগের সদস্য ও উপজেলা আ’লীগের সহ সভাপতি আনিচ্ছুজ্জামান চৌধুরী, কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের সহ সভাপতি রোকনুজ্জামান রোকন, মোঃ আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, প্রচার সম্পাদক আব্দুল মান্নান খানসহ পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে মতলব পৌরসভার উপজেলা পরিষদ, এলেমগঞ্জ, ঘোষপাড়া, মতলব বাজার এলাকায় মশক নিধনের ঔষধ ছিঁটানো হয়।

মশক নিধন উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই কার্যক্রম যেন উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। সেই সাথে এডিস মশা সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান।

Loading

শেয়ার করুন: