মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে হলে ক্রীড়া একটি বড় নিয়ামক: পুলিশ সুপার

 

ফরিদগঞ্জ প্রতিনিধি ॥
চাঁদপুরের ফরিদগঞ্জে ‘ ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২৫’ এর উদ্বোধন হয়েছে। মোট ১৬টি দল নিয়ে শনিবার (১ নভেম্বর ২০২৫) বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার আব্দুর রকিব ।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া আমাদের জন্য গুরত্বপুর্ণ অধ্যায়। শিক্ষার্থীরা ভালোভাবে লেখপড়া করতে চাইলে, তাদের শারিরিক সুস্থতা প্রয়োজন। আর শারিরিক সুস্থতার জন্য খেলাধূলার বিকল্প নেই। আমাদের বতমার্ন সমাজ ব্যবস্থায় দুটি বড়ো সমস্যা রয়েছে, এর একটি মাদক। যেখানেই যাই সকলেই মাদকের ভয়াবহতা নিয়ে কথা বলেন। এই মাদক থেকে আমাদের যুব সমাজকে রক্ষা তথা বাঁচাতে হলে ক্রীড়া একটি বড়ো নিয়ামক। এরকম খেলাধূলার আয়োজনের মাধ্যমেই তা সম্ভব। আরেকটি সমস্যা হলো কিশোর গ্যাং ও বখাটেপনা। এগুলো থেকেও মুক্তি পেতে খেলাধূলার বিকল্পড নেই।
ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমি কর্তৃক ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের যে সাহস দেখিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। ১৬টি দল নিয়ে প্রায় মাস ব্যাপি আয়োজন খুবই গুরুত্ব বহন করে। অর্থাৎ আগামী একমাস ফরিদগঞ্জের যুবসমাজ ও ক্রীড়া প্রেমিরা এই টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকবে। যার ভালো প্রভাব অবশ্যই আমাদের সমাজ ব্যবস্থায় প্রড়বে। আমি টুর্নামেন্টের সফলতা কামনা করছি। একই সাথে এই টুর্নামেন্টের শ্লোগানও গুরুত্ববহ। নৈতিক শিক্ষাকে এগিয়ে নিতে টুর্নামেন্ট ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
টুর্নামেন্টের উদ্বোধন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। তিনি বলেন, আমি ছাত্র কল্যাণ ট্রাস্ট নিয়ে দীর্ঘদিন কাজ করে চলছি। সাবেক রাষ্ট্রপতি, বর্তমান প্রধান উপদেষ্টা, বর্তমান শিক্ষা উপদেষ্টাসহ সকলের কাছে আমি ছাত্র কল্যাণ ট্রাস্টের মাধ্যমে শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে একটি মানসম্মত শিক্ষা কমিশন গঠনের লক্ষে কথা বলে চলেছি। বিগত সরকার আামাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। শিক্ষার্থীকে ডিম ভাজি ও আলু ভর্তা তৈরির রেসিপি শেখানোর নামে শিক্ষাকে নিয়ে খেলায় মেতেছিলো। কিন্তু গণঅভ্যুত্থান আমাদের রক্ষা করেছে। এখন সময় প্রকৃত শিক্ষাকে এগিয়ে নেয়া। ছাত্র কল্যাণ ট্রাস্ট সেই কাজ করে যাচ্ছে।
আয়োজক কমিটির আহ্বায়ক নুরুন্নবী নোমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান, ফরিদগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্ম শাহআলম, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন , প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ। উদ্বোধনী খেলায় খাজুরিয়া স্পোর্টস একাডেমি এসএসসি ব্যাচ’১৯ এর মুখোমুখি হয়।

 

Loading

শেয়ার করুন: