মেঘনায় পানি বিপদ সীমার খুবই কাছাকাছি বন্যার আশংকা রয়েছে চাঁদপুরে : পানি মন্ত্রানালয়ের সচিব

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মেঘনায় পানি বিপদ সীমার খুবই কাছাকাছি অবস্থায় প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় প্রশাসন সহ সকলকে শতর্কাবস্থায় পরিস্থিতির দিকে খেয়াল রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকাসহ চাঁদপুর জেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্স করেছেন পানি মন্ত্রানালয়ের সচিব কবির বিন আনোয়ার ।

ভিডিও কনফারেন্সে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো, জামাল হোসেন সচিবকে জানান চাঁদপুরের মেঘনার পানি বিপদ সীমার মাত্র ১৫ সেন্টি মিটার নিচে রয়েছে। ত্রানের চাল মজুদ আছে ২ শ মেট্টিক টন। নগদ টাকা আছে ৩ লাখ। ঢেউ টিন আছে ২ হাজার ৪ শত বান্ডিল।

তিনি আরো বলেন ,‘নদী ভাঙ্গনের কবলে চাঁদপুর সদরে ৬ শত ৬৫ মিটার,হাইমচরে ৩ শত ১৮ মিটার এবং মতলব উত্তরে ১ হাজার ৪৫৯ মিটার এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব ভাঙ্গন এলাকা বালি ভর্তি জিও ব্যাগ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। গতকাল বিকেলে ভিডীও কনফারেন্সের মাধ্যমে পানি মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারকে জানানো হয়েছে।

মন্ত্রানালয়ের সচিব কবির বিন আনোয়ার আশুঙ্কা করে বলেন, দেশের বন্যা কবলিত এলাকার পানি মেঘনা নদী হয়েপ্রবাহিত হবে। সে কারনে চাঁদপুর বন্যা কবলিত হতে পারে।

উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ,চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্কাহী প্রকৌশলী আবু রায়হান,মতলব মেঘনা ধনাগোদা সেঁচ প্রকল্পের সির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, ,সদর পিআইও মো রফিকুল ইসলামসহ জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Loading

শেয়ার করুন: