মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

 

 

নিজস্বন  প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল ধাক্কায় বাদশা তালুকদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা তালুকদার উপজেলার মানিকরাজ গ্রামের মাওলানা ইদ্রিস তালুকদারের ছেলে। তিনি স্থানীয়ভাবে মেডিকেল এক্সেসরিজের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান,সকালে বাদশা তাদের বাড়ি থেকে মালামাল নিয়ে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মদনেরগাঁও এলাকায় পৌঁছালে চান্দ্রা বাজারের দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী জিহাদ (১৮)সহ দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহতের চাচাতো ভাই বাবলু তালুকদার জানান, বাদশা তালুকদার সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া মোটরসাইকেলটি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন,দুই মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অপর জন আহত হয়েছে। তারা দুইজন মোটর সাইকেল আরোহী। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।এঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Loading

শেয়ার করুন: