শহীদ জিয়ার জন্ম না হলে এদেশের জন্ম হতো না :সাবেক এমপি হারুন

আবদুল কাদির:

বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মান্দারখীল গ্রামে উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো:হারুনুর রশিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আজ দেশ এক দুযোর্গপূর্ণ পরস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে সরকারের অনিয়ম দুর্নীতি, অন্যদিকে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা। দেশে আজ নিরব র্দুভীক্ষ চলছে। এই অবস্থা চলতে পারে না,তাই মানুষ আজ রাস্তায় নেমে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে যেই বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন এদেশের মানুষকে,তা আজ ভুলুণ্ঠিত। এই অবস্থা থেকে মুক্তির একামাত্র উপায় জালিম সরকারের পতন। শহীদ জিয়ার জন্ম নাহলে এদেশের জন্ম হতোনা। আজ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপয়ে পড়ি।

তিনি আরো বলেন,আজ বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনও ফরিদগঞ্জেও আমরা সভা করতে বাঁধার সম্মুখিন হয়েছি। নারায়নগঞ্জে হামলার ঘটনায় যুবদল কর্মী নিহত হয়েছেন।

পৌর বিএনপির সভাপতি নাছির পাটওয়ারীর পরিচালনায় উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল,সাংগঠনিক সম্পাদক মাহফুজুল রহমান টিপু,সহসাংগঠনিক সম্পাদক হুমায়ুন পাটওয়ারী,পৌর বিএনপির সম্পাদক বাবুল রাঢ়ী,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সম্পাদক ইকবাল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম রাঢ়ী,সম্পাদক হারুন পাঠান, মহিলা দলেল পারুল বেগম, যুবদলের ফজুলর রহমান, শাওন পাঠান,ছাত্রদলের মনির হোসেন, মহিম হোসেন প্রমুখ।

Loading

শেয়ার করুন: