শাহরাস্তিতে সার দোকানে জরিমানা

বিশেষ প্রতিনিধি

শাহরাস্তিতে মোবাইল কোর্টে বিভিন্ন সার দোকানে ৩৫ হাজার টাকা জরিমানা ও ৩টি মামলা করা হয়েছে।

শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকার নির্ধারিত দামে সার বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

২৫ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার পৌর শহরের বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন,সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

এ সময় ঠাকুর বাজার ও শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা ৩টি সারের ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারার অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা ও ৩টি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এস আই), সঙ্গীয় ফোর্স ও উপজেলা কৃষি অফিস এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সূত্রে জানা যায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: