শিক্ষকদের শ্রেণি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা সকলের দায়িত্ব : অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেছেন, শিক্ষকরা আমাদের ভবিষ্যত প্রজন্মকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলার হাতিয়ার। তাই শিক্ষকদের তাদের শ্রেণি শিক্ষার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় সকল কিছুর সহযোগিতা করা আমাদের দায়িত্ব। তারা যদি একজন শিক্ষার্থীকে ভালভাবে লেখাপড়া শেখাতে পাড়ে, তবে সেই শিক্ষার্থী আর্দশ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে। দেশকে এগিয়ে নিতে তাদের শ্রম ও মেধা কাজে লাগবে। জাতির পিতার সোনার বাংলা গড়তে তাই প্রত্যেক শিক্ষককে নিজ নিজ ক্ষেত্রে আরো বেশি করে কাজ করার প্রচেষ্টা রাখতে হবে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, তার মধ্যেই মাননীয় প্রধান মন্ত্রী শিক্ষকদের জন্য ভাবেন এবং করেন।

১৮ জুলাই বৃহষ্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) পদে যোগদানকৃত শিক্ষকৃদের সংর্বনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

সমিতির সভাপতি মাহবুব আলম পাঠানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ। সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনির উজ্জামান, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, আব্দুল মোতালেব, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, সমাজ সেবক কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির । এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক ফিরোজ আলম, নুর হোসেন, জানিবুল হক, রতন চন্দ্র দাস, আ: মমিন, খোদেজা আক্তার, ইমমা হোসেন, তানজিনা আক্তার, মোবারক, কামাল, রফিক উল্ল্যাহ, মনির হোসেন প্রমুখ।

সভা শেষে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ফরিদগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ, সহসভাপতি শায়েলা শারমিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ: কাদির ও মহিলা সম্পাদিকা তানজিনা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

Loading

শেয়ার করুন: