সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ে ‘ঢাকা ঘোষণা’ প্রণয়ন

নিজস্ব প্রতিবেদক :

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনী কাঠামো প্রণয়ন, সংশোধন ও বাস্তবায়নের সুপারিশ করেছেন সাংবাদিকরা। সারাদেশের সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে সাংবাদিক ক্যাম্পে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন আয়োজনে যোগ দেওয়া সংসদ সদস্যরা। গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিক সংগঠনের নেতারা বলেছেন, সৎ-দক্ষ ও নৈতিক মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ এবং এবং দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে।

গণমাধ্যম উন্নয়ন সংগঠন ‘সমষ্টি’র আয়োজনে সাভারের ব্র্যাক সিডিএম ২৯ থেকে ৩১ জুলাই তিনদিনের এই ক্যাম্প হয়েছে। সাংবাদিকরা সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ে বিভিন্ন সুপারিশমালার সমন্বয়ে ঢাকা ঘোষণা প্রণয়ন করেন। এই ঘোষণা আইন প্রণেতা ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সামনে উপস্থাপনের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

‘সমষ্টি’র পরিচালক মীর মাসরুর জামানের সঞ্চালনায় আয়োজনের বিভিন্ন পর্বে যোগ দেন : ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, আহসান আদেলুর রহমান এমপি, টিভি টু ডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সভাপতি নজরুল ইসলাম মিঠু, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফী, ঢাকা ট্রিবিউন পত্রিকার সম্পাদক রিয়াজ আহমদ এবং ঢাকা বিশ্বাবদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান। সমাপনী পর্ব পরিচালনা করেন সমষ্টির পরিচালক রেজাউল হক।

Loading

শেয়ার করুন: