সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব :আলহাজ ওচমান গনি পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, বর্তমান সময়ে চাঁদপুরসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। বিশেষ করে ডেঙ্গুর উৎস এডিস মশা নির্মুল করতে হবে। এডিস মশা সনাক্তকরণ যেহেতু কঠিন বিষয় তাই সব ধরনের মশা নিধনে সবাইকে একযোগে কাজ করতে হবে। মশার উৎপত্তি ও উৎস্থল ধ্বংস করে দিতে হবে। তবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে তা প্রতিরোধ করতে হবে। আসুন, আমরা সবাই আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং মশা নিধন করি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। আর ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

তিনি ৩১ জুলাই বুধবার সকালে চাঁদপুর জেলা পরিষদ প্রাঙ্গণে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘ডেঙ্গু কোনো আতঙ্ক নয়, ডেঙ্গুকে করবো জয়’ শ্লোগানে আয়োজিত দু’দিনব্যাপী কর্মসূচি গতকাল বুধবার সকালে চাঁদপুর সরকারি শিশু পরিবারে শুরু হয়।

চাঁদপুর রেড ক্রিসেন্টের সহ-সভাপতি ও চাঁদপুর চেম্বার সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপতিত্বে ও চাঁদপুর রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার সৈয়দ আফ্রিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদেরে সভাপতি সুভাষ চন্দ্র রায়, ইউনিট কার্যকরী সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক ফারহানা আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর যুবরেড ক্রিসেন্টের ইউনিট প্রধান খায়রুল আলম জনির নেতৃত্বে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা শিশু পরিবারের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করেন। দীর্ঘ সময় তারা সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিলেন।

Loading

শেয়ার করুন: