সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল সুবিধা দিচ্ছেন : ড. মহীউদ্দীন খান আলমগীর

কচুয়া প্রতিনিধি ॥

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন,আওয়ামী লীগ সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ডিজিটাল সুবিধা দিচ্ছেন। বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন ও ডিজিটাল ল্যাব স্থাপন করে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা করে যাচ্ছেন। তিনি রবিবার উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয়ের সভাপতি ফারহানা পারভীন এর সভাপতিত্বে ও সাংবাদিক আফাজ উদ্দিন মানিকের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া,সালমা শহিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী মো:হুমায়ূন কবির মিয়াজী, সমাজসেবক নাছির উদ্দিন প্রধান,ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর,ডা: রিফায়েত উল্যাহ শরীফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: