সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে গণেশ চন্দ্র ধরের যোগদান

আলমগীর তালুকদার:

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমূখী উচ্চ বিদ্যায়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক গণেশ চন্দ্র ধর যোগদান করেন। ১৮ নভেম্বর সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫জন প্রার্থীর মধ্যে গনেশ চন্দ্র ধর সর্বোচ্চ নম্বর পাওয়ায় তাকে এ পদে মনোনীত করার জন্য পরিচালনা পর্ষদ বরাবর সুপারিশ করেন নিয়োগ বোর্ড।

পরে ২২ নভেম্বর রবিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা সহকারী প্রধান শিক্ষক হিসেবে গণেশ চন্দ্র ধরকে নিয়োগ পত্র প্রদান করেন।

নিয়োগপত্র পেয়ে ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লার নিকট যোগদান পত্র তুলে দিয়ে গণেশ চন্দ্র ধর সাচার বহুমূখী উচ্চ বিদ্যায়ের সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

যোগদানের পর গণেশ চন্দ্র ধর বলেন-আমি সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন ও পরিচালনা পর্ষদের সকল সদস্য ও এলাকাবাসীর নিকট কৃতজ্ঞ। ঐতিহ্যবাহী সাচার বহুমূখী উচ্চ বিদ্যায়ের ঐতিহ্য ধরে রেখে গুনগত শিক্ষার মান বজায় রেখে সফলভাবে বিদ্যালয় পরিচালনা করতে পারি সে জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করি।

যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, ম্যানেজিং কমিটির সদস্য কামাল হোসেন, মোস্তফা কামাল, বিদ্যুৎসাহী সদস্য কাজল রেখাসহ, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ

Loading

শেয়ার করুন: