সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ জেলা বিএনপির বিজ্ঞপ্তি

 

প্রেস বিজ্ঞপ্তি :

অতি সম্প্রতি ‘চাঁদপুর সমাচার’ শিরোনামে দুই পৃষ্ঠার কম্পিউটার টাইপকৃত মিথ্যা, অসত্য, বানোয়াট, গুজবে ভরা একটি ভুয়া অভিযোগনামা সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা ছড়িয়ে দিয়েছে। যে কোনো অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীর নাম, ঠিকানা, পরিচয়, মোবাইল নম্বর কিংবা নিদেনপক্ষে ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ বাক্য লেখা থাকে ও অভিযোগকারীর স্বাক্ষর, তারিখ থাকে। কিন্তু রাজনৈতিক অপপ্রচারে ভরপুর এই কম্পিউটার টাইপকৃত দুই পৃষ্ঠার সাদা কাগজে কোনো অভিযোগকারী, সংবাদদাতার নাম-পরিচয়, ঠিকানা কিংবা মোবাইল নম্বর পর্যন্ত নেই। এতে ৩৫টি ক্রমিকে নানা কল্পকাহিনী ও মিথ্যা ঘটনা সাজিয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আরো অনেক নেতার নাম উল্লেখ করা হয়েছে।

চাঁদপুর জেলা বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত উল্লেখিত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এমন জঘন্য মিথ্যাচার ও অসত্য অভিযোগ কেবলমাত্র ফ্যাসিস্ট কোনো রাজনৈতিক সংগঠন/সংগঠক/গোষ্ঠী কিংবা চক্রান্তকারীদের পক্ষেই সম্ভব। ভুয়া ও ভিত্তিহীন ওইসব অভিযোগের সাথে বাস্তবতা মিল নেই।

Loading

শেয়ার করুন: