হাইমচরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মাহমুদুল মতিন:

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন,শিক্ষার্থীদের জন্য স্কুল প্রতিষ্ঠানে লেখা পড়া পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা চালু করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, খেলাধুলা করে তারা হাইমচরের মূখ বিশ্বের কাছে উজ্জ্বল করবে।

মঙ্গলবার হাইমচর উপজেলার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ নজরুল ইসলাম রুবেলের পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য হাইমচর প্রেসক্লাবে সভাপতি মোঃ খুরশিদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, ফুটবল টুনামেন্টের আহবায়ক ও দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনপ্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, হাইমচর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান,নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

Loading

শেয়ার করুন: