১৩ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার হচ্ছে গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ ৬ কি:মি:

কচুয়া প্রতিনিধি ॥

১৩ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার হতে যাচ্ছে গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ সড়কের ৬ কি:মি: রাস্তা। গতকাল এ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে সোমবার দুপুরে কচুয়া উপজেলার প্রবেশপথে বারৈয়ারা সীমান্ত এলাকায় এ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হাসান, সড়ক বিভাগ চাঁদপুর সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সামছুজ্জোহা, সড়ক উপ-বিভাগ সওজের হাজীগঞ্জ উপ-প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রত্যাশী আকতার হোসেন সোহেল ভূঁইয়া, হুমায়ূন কবির মিয়াজী, সহ দলীয় নেতা কর্মীরা।

উল্লেখ্য এ কাজ করার চুক্তি করেছেন হাসান টেকনো বিল্ডার্স এবং আমিনুল হক ।চাঁদপুর সড়ক কার্যাদেশ দিয়েছে ২৯ আগস্ট ২০২২ তারিখে । কাজ চুক্তিপত্র অনুযায়ী কাজ শেষ হবে ২০২৩ সালের ফেব্রুয়ারীতে।

Loading

শেয়ার করুন: