৭২০কেজি জাটকা গেলো এতিমখানায়

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরে ৭২০ কেজি কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (১১ জানুয়ারি) সন্ধায় কোস্ট গার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১১ জানুয়ারি আনুমানিক ১৮০০ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে মাছের আরৎ ও একটি মিনি পিকাপ তল্লাশি করে ৭২০ কেজি জাটকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

Loading

শেয়ার করুন: