কমিউনিটি পুলিশিং রয়েছে বলেই চাঁদপুরের আইনশৃঙ্খলা যথেষ্ট ভাল:পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার)’র সাথে কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় জেলা পুলিশের আয়োজনে চাঁদপুর পুলিশ লাইনস মিলনাতনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরের বিদায়ী এসপি জিহাদুল কবির আমার বন্ধু। সে আমাকে দু’টো কথা বলেছিল। প্রথমত এখানে অস্ত্র নেই, দ্বিতীয়টি হচ্ছে কমিনিটি পুলিশিং এর কার্যক্রম বেশ জোড়ালো। বর্তমান সময় তথ্যের যুগ। ১৯৬০ সালে প্রথম পাশ্চাত্যে বিশ্বে শুরু হয়। কেউ একা একা কাজ করতে পারে না। এখানকার মানুষ স্বর্তস্ফূর্ত ভাবে যে কোন কাজে অংশ গ্রহন করে সহযোগিতা করে। যেটা আমি এর আগে কোন জেলায় দেখিনি। অংশ গ্রহন প্রায়োগিত ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।

এসপি আরো বলেন, ১৪শ’ পুলিশ সদস্যদের সাথে ১৯ হাজার কমিউনিটি পুলিশিং কর্মকর্তা রয়েছে বলেই চাঁদপুরের আইন শৃঙ্খলা যথেষ্ট ভাল। ৬টি চ্যালেঞ্জ রয়েছে, যা কমিউনিটি পুলিশিং ক্রাইম কন্ট্রেলের ক্ষেত্রে তরান্তিতর ভূমিকা রাখবে। সিপিওদের ঘন ঘন বদলী না হয়, সেদিকে নজর রাখতে হবে। এছাড়া চাঁদপুরে নারীর অংশ গ্রহন আরো বাড়াতে হবে। পুলিশ অফিসার ও সদস্যদের কাজ করার ক্ষেত্রে উদ্যমতা নিয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমি চেষ্টা করবো কৌশলগত ও প্রায়োগিকতাকে কাজে লাগিয়ে কাজ করে যাবে। জাবেদ পাটওয়ারী স্যারের বাড়ি চাঁদপুরে, তাই আমাদের আরো সচেষ্ট হয়ে কাজ করতে হবে। আমাদের দৃঢ় সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। সিনিয়র সিটিজেন, রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাংবাদিকসহ সকলকে নিয়ে মাদকের ও গ্যাং কালচারের বিরোদ্ধে কাজ করতে হবে। সবার সাথে বন্ধুত্ব থাকবে কারো সাথে শত্রুতা নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা নাছির উদ্দিন আহমেদ,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা আলহাজ ওচমান গণি পাটওয়ারী , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা আবু নঈম দুলাল পাটওয়ারী । স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মিজানুর রহমান ।

জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডা. এসএম সহিদ উল্যাহর সভাপতিত্বে ও কচুয়া উপজেলা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রাসেল শেখের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং’র সহ সভাপতি সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, কাজী শাহাদাত, চাঁদপুর মডেল থানার অফিসার ইসচার্জ মো. নাসিম উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, পৌর কমিউনিটি পুলিশিং’র সভাপতি বাবুল শেখ, সদর উপজেলার সভাপতি সালেহ মো.জিন্নাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পুলিশ লাইনস জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুস সালাম। গীতা পাঠ করেন কচুয়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক প্রনব রায়। ডা. এম এ গফুর, ডাঃ রুহুল আমিন ও আবুল কালাম পাটওয়রীসহ কমিউনিটি পুলিশিং এর সাথে সম্পৃক্ত যে সকল ব্যাক্তি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, তাতের রুহের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

Loading

শেয়ার করুন: