মতলব উত্তরে লুধুয়া হাইস্কুল এন্ড কলেজে ‘মিড ডে মিল’ উদ্বোধন

মনিরা আক্তার মনি :

মতলব উত্তরের লুধুয়া হাইস্কুল এন্ড কলেজে ‘মিড ডে মিল’ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ চালাবে। তাই প্রতিটি শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেকে প্রস্তুত করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়তে হলে মানসম্মত লেখাপড়ার বিকল্প নেই।

তিনি আরও বলেন, ডিজিটাল দেশ গড়ার লক্ষে সরকার শিক্ষা খাতে অনেক উন্নয়ন করছে। বিনামুল্যে বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, বিনাবেতনে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। এরপর আবার জননেত্রী শেখ হাসিনা অনেক চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিড ডে মিল চালু করছে। আওয়ামীলীগ সরকার যতদিন দেশের উন্নয়ন হবেই।

অধ্যক্ষ মো. জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, গভর্নিং বডির কলেজ শাখার সদস্য সাংবাদিক শাহ মোঃ জহির, ইলিয়াস দেওয়ান, গভর্নিং বডি স্কুল শাখার সদস্য আব্দুল হান্নান পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিরাজ খালিদ, ফতেপুর পুর্ব ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মেম্বার, উপজেলা ছাত্রলীগ নেতা সুজন ভুইয়া’সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Loading

শেয়ার করুন: