চাঁদপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন আব্দুর রশিদ

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ। তিনি ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে চাঁদপুর সদর মডেল থানা ও ট্রাফিকের আরও ৫ জন পুরস্কৃত হন।

৭ আগস্ট রোববার সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ এ ঘোষণা দেন।

পরে তিনি ওসি মুহাম্মদ আব্দুর রশিদের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মিলন মাহমুদ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

জানা যায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরীতে ৭ম বার চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত হলেন- জেলায় সর্বোচ্চ মাদক উদ্ধারকারী চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. লোকমান হোসেন, জেলায় সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী চাঁদপুর সদর মডেল থানার এএসআই মো. শাখাওয়াত হোসেন, ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরুষ্কার চাঁদপুর সদর মডেল থানার এএসআই মো. আবু হানিফ, এএসআই মো. নুরুল আমিন, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী চাঁদপুর সদর ট্রাফিক টিআই (প্রশাসন) মো. জহিরুল ইসলাম ভূঁইয়া।
এদিকে এই সম্মাননা স্মারক ৭ম বারের মতো গ্রহণের পর ওসি মুহাম্মদ আব্দুর রশিদ সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন এবং পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

Loading

শেয়ার করুন: