বঙ্গবন্ধু হচ্ছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা : সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিনিধি ॥

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন,বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিরই মহান নেতা ছিলেন না, সারা বিশ্বের শোষিত, বঞ্চিত,নিপীড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন। বঙ্গবন্ধু সবসময় শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। তাঁর দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়।

শনিবার(১৩ আগস্ট) দুপুরে চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার “শুভ উদ্বোধন” ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কলেজের মহাত্মা গান্ধী ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন,বঙ্গবন্ধু হিমালয়ের সমান মহান, ব্যক্তিত্বে আকাশছোঁয়া উচ্চতা। অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন,সাহসী,বজ্রকন্ঠের অবিসংবাদিত এই নেতাকে জর্জ ওয়াশিংটন-মহাত্মা গান্ধীর চেয়ে উঁচু আসনে স্থান দিয়েছেন কেউ কেউ। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যস্থান, বিশ্বনেতাদের অনেকের কাছেই ছিলো অপূরণীয়।

তিনি বলেন, বঙ্গবন্ধুর তুলনা বঙ্গবন্ধু নিজেই। তিনি তাঁর ভাষণেই বলেছিলেন, আজ সমগ্র বিশ্ব দুই ভাগে বিভক্ত,একদিকে শোষিত-বঞ্চিত ও নির্যাতিত মানুষ অন্যদিকে শোষণকারী। আমি শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরজেলা প্রশাসক কামরুল হাসান,পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলেজের স্থায়ী সদস্য প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া,যুগ্ম-সাধারণ সম্পদক এডভোকেট জহিরুল ইসলাম, এডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী প্রমুখ ।

Loading

শেয়ার করুন: