হাজীগঞ্জে গরুর ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত

হাজীগঞ্জ প্রতিবেদক ॥

হাজীগঞ্জে বেপরোয়া গরুর ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৩ আগস্ট শনিবার বেলা ১২ টার দিকে চাঁদপুর- কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজার বাস টার্মিনালের সামনে দুই/তিনটি গরু মোটরসাইকেল আরোহীদের চলন্ত অবস্থায় ধাক্কা দেয়।

এতে রাস্তায় পড়ে রক্তাক্ত ভাবে যখমপ্রাপ্ত হয়েছেন মোটরসাইকেল চালক মকিমাবাদ এলাকার মৃত বিনয় মজুমদারের ছেলে বাবুল মজুমদার (৪৫) ও তার পেছনে বসা মেয়ের জামাই মিশু (৩০)।

হাসপাতালে চিকিৎসাধীন আহত দুইজন বলেন, বাস টার্মিনাল এর সামনে ১২ টার দিকে ২/৩ টি গরু খোলা অবস্থায় হেটে যাচ্ছে। বাসের হরন ভেজে উঠলে বেপরোয়া ভাবে দৌড়ে এসে দুইটি গরু আমাদের মোটরসাইকেল সামনে এসে ধাক্কা দিয়ে পেলে দেয়। পরে পেছনের আরো একটি গরু আমাদের শরীলের উপর দিয়ে দৌড় দেয়।

খোজ নিয়ে জানা যায়,এসব গরু পৌরসভার মকিমাবাদ এলাকার মুচি ও বলি বাড়ীর বাসিন্ধাদের। প্রতিদিনই তাদের এসব গরু দড়ি ছাড়া অবস্থায় হাটা চলা করে আসছে। এসব গরু প্রায় মাঝেমধ্যে সড়কের উপরে উঠে গেলে যানজট সৃষ্টি হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।

Loading

শেয়ার করুন: