মানুষের কল্যাণের মানসিকতা নিয়ে কাজ করলে উন্নয়ন সম্ভব: ডিসি কামরুল হাসান

চাঁদপুর জেলায় ব্র্যাক এর চলমান কর্মসূচি অবহিতকরণ সভা সম্পন্ন হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, সচেতনামূলক কর্মসূচিগুলো সমন্বয় করে করা দরকার। মানুষের কল্যাণের মনমানসিকতা নিয়ে কাজ করলে উন্নয়ন সম্ভব। সঠিক জায়গায় সঠিক সরঞ্জাম দেয়া দরকার। এব্যাপারে সচেতন থাকতে হবে। রুট লেবেলে কাজ করলে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করবেন। পরিশেষে জেলা প্রশাসক ব্র্যাক এর সম্মৃদ্ধি কামনা করেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা প্রমূখ।

সভায় ডকুমেন্টারি উপস্থাপন করেন ব্র্যাক এর জেলা সমন্বয়কারী মো.জিয়াউর রহমান। এসময় জেলা প্রশাসনসহ ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: