চাঁদপুরে উদ্ধারকৃত বিপুল পরিমান মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর আদালত প্রাঙ্গনে দীর্ঘদিন মামলার আলামত হিসেবে জব্দ থাকা বিপুল পরিমাণ এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামছুল আলম, বিশেষ অতিথি হিসেবে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

এছাড়াও চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অন্যান্য বিচারক এবং পুশিল কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, র্ধ্বসকৃত মাদকের মধ্যে ছিল গাঁজা ২শ’ ৬৫ কেজি ৫২৫ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ১৩ হাজার ৩শ’ ২৩ পিস, ফেন্সিডিল ২শ’ ২৯ বোতল, মদ ৫ বোতল এবং হুইস্কি ১০ বোতল।

Loading

শেয়ার করুন: