খাদ্য সংকট মোকাবেলায় সকলকে কৃষিকাজে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শফিকুর রহমান

জসিমউদ্দিন,ফরিদগঞ্জ :

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ-সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, কোভিড-১৯ এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পুরো বিশ^কে খাদ্য ও জ¦ালানী সংকটে ফেলে দিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যেই রেশনিং প্রথা শুরু হয়েছে।তাই আমাদেরকেও সেই ভবিষ্যত সংকট মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নিতে হবে। খাদ্য উৎপাদন বাড়াতে নিজেদের অনাবাদি জমিটুকুও আবাদের আওতায় নিয়ে আসতে হবে। একসময় প্রযুক্তি ছাড়াই আমরা খাদ্য উৎপাদন করেছি। এখন প্রযুক্তি আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। এছাড়া রাসায়নিক সারের পরিবর্তে আমরা যদি জৈব সার ব্যবহার করতে শুরু করি,তবে একদিকে যেমন অর্থের সাশ্রয় হবে। আবার বিষমুক্ত ফসল উৎপাদনের মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ রাখতে সক্ষম হবো। মোটকথা ভবিষ্যতের খাদ্য সংকট মোকাবেলায় আমাদের সকলকেত কৃষি কাজে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা-২০২২ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুননেচ্ছার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকতৃা আশিক জামিল মাহমুদ, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: শহিদ হোসেন এবং আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার।

এর আগে উপজেলা বিআরডিবি মাঠে ৩দিনব্যাপি সংসদ-সদস্য মুহম্মদ শফিকুর রহমান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ।পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Loading

শেয়ার করুন: