প্রতিনিধি:
চাঁদপুরে ইলিশ বিক্রির দায়ে তিন অসাধু ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ২৯ জনের নামসহ আরও অজ্ঞাতনামা ৫১ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম। আহতরা হলেন- চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্য মাইমুনুদ্দিন ও জোবায়ের হোসেন।
গ্রেপ্তার বক্তিরা হলেন- চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া কোটারাবাদ এলাকার মো. শাহীন (৩৮), মো. বিল্লাল (২৪) ও মো. আবদুল গফুর (৩৫)।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে ২৬ অক্টোবর ভোরে সদর উপজেলার বহরিয়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় শাহীন, বিল্লাল ও গফুর নামে তিনজন ব্যক্তির কাছ থেকে ব্যাগে থাকা ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মাছসহ আটকদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা আসামিরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৯ জনের নামসহ আরও প্রায় অজ্ঞাতনামা ৫১ জনকে আসামি করে মামলা করেছে। পরে গ্রেপ্তার তিন আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।