নিজস্ব প্রতিনিধি ॥
২৬ অক্টোবর দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চাঁদপুর জেলার মেঘনা নদীতে ইলিশ রক্ষার্থে টাস্ক ফোর্সের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলার মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক এবং সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ। তাদের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড এবং নৌ পুলিশের অন্যান্য সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেছেন।
টাস্কফোর্স কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে তিনজন জেলেকে আটকসহ ৫০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জেলা প্রশাসক বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষ্যে গঠিত টাস্কফোর্স কর্তৃক ইলিশ সমৃপদ রক্ষার্থে প্রথম থেকেই জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিং, সচেতনতামূলক সভাসহ নানাভাবে প্রচারণা চালিয়ে আসছে। এরপরেও আইন অমান্য করে যেসকল জেলে নদীতে জাল ফেলে ইলিশের প্রজননে বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও মনে করেন, দেশের অর্থনীতি ও আমিষের চাহিদা মিটাতে ইলিশ সম্পদ রক্ষার্থে মাঠ প্রশাসনের সুষ্ঠু তদারকির পাশাপাশি কঠোর নজরদারি করা যেমন দরকার, ঠিক একই সঙ্গে ক্রেতা-বিক্রেতা ও জেলেদের সচেতন হওয়া একান্ত জরুরি।