: “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়েছে। সোমবার (৮ মার্চ) সকাল ১১টায় চাঁদপুর জেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, কবি রবীন্দ্র নাথসহ অনেক জ্ঞানী ব্যাক্তিরাই নারীদের নিয়ে চিন্তা ভাবনা করতেন। একসময় নারীরা বন্দী ও নির্যাতিতা ছিলেন। বর্তমানে নারীরা সেইসব বাঁধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে।
জেলা প্রশাসক বলেন, অধিকার কেউ দেয় না, অর্জন করতে হয়। আদায় বা অর্জন যুদ্ধ দিয়ে নয় যোগ্যতা দিয়ে করতে হবে। অনেকাংশে অনেকে নারীদের অগ্রগতি মেনে নিতে পারছে না। নারীদের পাশাপাশি পুরুষদেরও মন-মানসিকতার পরিবর্তন করতে হবে।
জেলা প্রশাসক সকলের উদ্দেশ্য করে আরো বলেন, একটা সংসার মহিলা-পুরুষ দুজনের সমন্বয়ে চলে। সুখ-শান্তি দুজনের উপরই নির্ভর করে। পারিবারিক শিক্ষা খুবই প্রয়োজন। ছোটবেলা থেকেই আপনার ছেলে সন্তানের মেয়ে সন্তান সম্পর্কে সচেতনতাবোধ বাড়াতে হবে। সচেতনতাবোধ পরিবার থেকেই আসতে হবে।
জেলা প্রশাসক নারীদের উদ্দেশ্য করে বলেন, আপনি যেন পণ্য হিসেবে ব্যবহৃত না হন তার দিকে খেয়াল রাখতে হবে। আপনাদের নির্যাতনের কথা লুকিয়ে না রেখে প্রশাসনকে অবহিত করবেন। আপনারা আপনার মেয়ে সন্তাকে যথাযোগ্যভাবে গড়ে তুলবেন।
চাঁদপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী আব্দুর রহিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, ১০,১১,১২ এর মহিলা কাউন্সিলর আয়েশা রহমান, এলজিইডি এর সিনিয়র সহকারি প্রকৌশলী এসএম রাফেয়ুল ইসলাম, সনাক সভাপতি শাহানারা বেগম, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম প্রমূখ।
চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার কবিতা ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারী নেতৃত্বে উপর গুরুত্ব দিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শারমিন আক্তার ও পবিত্র গীতা পাঠ করেন ইতি রানী ঘোষ।